ধুনটে সমকালের সাংবাদিককে মেরেছে যুবলীগ নেতা

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৮ অগাস্ট ২০১৮ ১২:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৩৩ বার।

দৈনিক সমকালের বগুড়ার ধুনট উপজেলা প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কাকে মারধর করেছে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম। শনিবার বিকেলে ধুনট মডেল প্রেসক্লাবে উপজেলা দলিল লেখক সমিতির কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
জানাগেছে, গত ১৬ আগষ্ট ধুনট উপজেলা দলিল লেখক সমিতির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে যুবলীগ নেতা কাউন্সিলর বাবুল আকতার বাবু সভাপতি ও যুবলীগ নেতা ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও নবনির্বাচিত সভাপতি বাবুল আকতার ও সাধারণ সম্পাদক ফজলুল হকের সাথে বিরোধের সৃষ্টি হয়। শনিবার বিকেল সাড়ে ৩টায় ওই কমিটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করতে ধুনট মডেল প্রেসক্লাবে আসে। এসময় সাইদুল ইসলাম ও তার কর্মী মিঠু মল্লিক সহ ৪/৫জন লাঠিশোঠা ও লোহার রড নিয়ে প্রেসক্লাবে ঢুকে ফজলুল হক ও তার কর্মী স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল মন্ডলকে মারধর করতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। এর এক পর্যায়ে পুলিশের সামনেই সাইদুল ইসলাম ও মিঠু মল্লিক সহ ৪/৫ জন অতর্কিত হামলা চালিয়ে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কাকে মারধর করে।
সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা জানান, এলাকার প্রভাবশালী একজন জনপ্রতিনিধির ইন্ধনে প্রেসক্লাবে হামলা চালিয়ে যুবলীগ নেতা সাইদুল ও তার লোকজন তাকে মারধর করেছে।
তবে সাংবাদিককে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন যুবলীগ নেতা সাইদুল ইসলাম। তিনি বলেন, দলিল লেখক সমিতির দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। কোন সাংবাদিককে মারধর করা হয়নি।
ধুনট থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই সুলতান মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করা হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।