ভুল চিকিৎসায় শিশু হুমায়রার মৃত্যু

বগুড়ায় যুব ইউনিয়নের মানব্বন্ধন, বিক্ষোভ সমাবেশ

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯ ১২:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫২ বার।

শিশু হুমায়রার চিকিৎসা অবহেলায় মৃত্যু নয় এটি একটি হত্যাকাণ্ড বলেছেন-বগুড়া জেলা শাখার যুব ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান ঝিলাম। তিনি আরো বলেন, 'প্রভাবশালী মহল ও ক্লিনিক কর্তৃপক্ষ এই হত্যা ঘটনায় আপোষ মীমাংসা করলে এবং শিশু হুমায়রার পরিবার থেকে দায়ী চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রদান না করা হলে বগুড়া সদর থানার পুলিশ কে স্ব-প্রনোদিত হয়ে শিশু হুমায়রার মৃত্যুতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানাই।' বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের সাতমাথায় ডাক্তারের গাফিলতির কারণে শিশুকন্যা হুমায়রার মৃত্যুতে দায়ী চিকিৎসকসহ সকলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ যুব ইউনিয়নের মানব্বন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
 

সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাতে টনসিল অপারেশনের জন্য বগুড়ার মালেকা নার্সিং হোম ক্লিনিকে নেওয়া হলে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশু হুমায়রার মৃত্যু হয়। এবং মৃত্যুর পরেও শিশু হুমায়রার পরিবারের কাছে থেকে ১১ হাজার টাকা আদায় করা হয়। সে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলকা এলাকার হারুন-অর-রশিদের মেয়ে। এ ঘটনায় নার্সিং হোমে ভাঙচুর করা হলে চিকিৎসক এবং কর্মচারীরা সেখান থেকে পালিয়ে যান। পরে রাত ১২টার দিকে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

 

জেলা শাখার সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পুর পরিচালনায় ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভাষাসৈনিক মাহফুজুল হক দুলু, কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজ আহম্মেদ , কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ জেলা কমিটির সম্পাদক লিয়াকত আলী কাক্ক, যুব জোট বগুড়া জেলা কমিটির সভাপতি মামুন, সুজন জেলা কমিটির সাংগঠনি সম্পাদক আব্দুল লতিফ, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ও বগুড়া জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদ এবং সরকারি আজিজুল হক কলেজ সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি শুভ শংকর গুহরায়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোহেব্বুল আলম সবুজ, সাংস্কৃতিক সম্পাদক যুথি রানী দাস, বিঞ্জান ও প্রযুক্তি সম্পাদক শফিকুল হক পলাশ, প্রচার সম্পাদক সুকুমল চন্দ্র দাস এবং ক্রিড়া সম্পাদক বিজয় সাহা।  
 

শিশু হুমায়রার মৃত্যুতে প্রতিবাদী ওই বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, 'বগুড়ার মোহাম্মদ আলী সরকারি হাসপাতাল ও মেডিকেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের প্রায়ই ক্লিনিক মালিক ও চিকিৎসক গণের দালালদের মাধ্যমে প্রতারণার ফাঁদে পড়তে হয়। এতে নিরীহ রোগীদের ক্লিনিকে এনে সর্বশান্ত করা হয়। অবিলম্বে প্রশাসনের নিকট দালাল ও অতি মুনাফালোভী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানাই। শিশু হুমায়রার মৃত্যু ঘটনায় টনসিল অপারেশনে এ্যানেস্থাথিশিয়া চিকিৎসক ও অপারেশন চিকিৎসক ডা: সাইদুজ্জামান সহ জড়িত সকল কে গ্রেফতারের জোড় দাবি ও দৃষ্ঠান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।'