বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর প্রতিষ্ঠার জন্য দুদকের নগদ অর্থ বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯ ১২:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫০৬ বার।

বগুড়ার শেরপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা শিক্ষা দেয়ার উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোরের’ জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের পক্ষ থেকে উপজেলার ৮৫টি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ স্থাপনের জন্য বিদ্যালয় প্রধানদের মাঝে মোট ১লাখ ৭৬হাজার টাকা বিতরণ করা হয়।  

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ওই বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের পরিদর্শক নুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ, সদস্য সচিব এটিএম আব্দুস সাত্তার, সহ-সভাপতি আইয়ুব আলী এবং সদস্য সুধিন্দ্র নাথ রায়।