টিএমএসএসের পরিবেশ বিভাগের উদ্যোগে পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনার

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯ ১৩:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০০ বার।

বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস’র পরিবেশ বিভাগের উদ্যোগে সোমবার বগুড়ার গোকুলে অবস্থিত পুন্ড্র ইঊনির্ভাসিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির মিলনায়তনে “পরিবেশ সচেতনতা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
পুন্ড্র ইঊনির্ভাসিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি‘র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম. আজাদ-ঊদ-দৌলা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম-সচিব, টিএমএসএস-এর নির্বাহী পরামর্শক ও পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক মোঃ নাজমুল হক। 
তিনি বলেন, পরিবেশ বাঁচলে জীব-জন্তু এবং মানুষ বাঁচবে। তাই নতুন প্রজন্মের সকলকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। নিজ নিজ পরিবার ও জনগণকে সচেতন করতে হবে। 
সভায় পুন্ড্র ইঊনির্ভাসিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি‘র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ.ন.ম রেজাঊল করিম বলেন, পরিবেশ দূষণের ফলে বিশ্বের বিভিন্ন দেশসহ বাংলাদেশে জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দূর্যোগ বৃদ্ধি পেয়েছে এবং জনস্বাস্থ্যের উপর এর ব্যাপক প্রভাব পড়ছে। 
সভায় আরও বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সিজার রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর মোঃ মমিনুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের ড. মোঃ শহিদুল ইসলাম, আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, আইন বিভাগের প্রভাষক শারমীন আক্তার, প্রভাষক শর্মিলী মুস্তাফী প্রমূখ।