খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় বিএনপির গণ-অনশন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯ ০৬:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২ বার।

কারারুদ্ধ খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার বগুড়ায় বিএনপির গণ-অনশন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি বলেন, ‘শুধু গণ-অনশন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। তাকে মুক্ত করতে হলে আন্দোলনের প্রয়োজন রয়েছে। এজন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে হবে।’
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং তাঁর বড় ছেলে দলটির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলসহ সব মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে গণ-অনশন কর্মসূচীর আয়োজন করা হয়। শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত ওই কর্মসূচীতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশ দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অংশ নেন। 

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ-অনশন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে দলের জেলা কমিটির সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার ও স্বেচ্ছাসেবক দল নেতা সাহাবুল আলম পিপলু এবং সাবেক ক্রীড়াবিদ জলিলুর রহমান বক্তৃতা করেন। আয়োজকরা জানান, সকাল ১০টায় শুরু হওয়া গণ-অনশন কর্মসূচী ৩ ঘন্টা চলবে।