নুসরাত হত্যা মামলায় কাউন্সিলর মকছুদ রিমান্ডে

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯ ১৩:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫২ বার।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামি সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মকছুদ আলমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনী আদালত। 

সোমবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহমদ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, নুসরাত হত্যা মামলার ৪ নম্বর আসামি মকছুদ। তাকে গ্রেফতারের পর সকালে আমলি আদালয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদের আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. শাহ আলম। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী অংশ নেননি। এ নিয়ে এ মামলার জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মকছুদকে গত বৃহস্পতিবার ঢাকায় গ্রেফতার করা হয়।