দুপচাঁচিয়া পৌর মেয়র কর্তৃক অবৈধ টোল আদায় বন্ধ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯ ১৪:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৭ বার।

দুপচাঁচিয়া পৌরসভা মেয়র কর্তৃক পৌর এলাকায় অটো রিকশা, অটো ভ্যান, ব্যাটারী চালিত ইজিবাইক, ভটভটি থেকে অবৈধভাবে ৩০টাকা করে টোল আদায়ের প্রতিবাদে অবলিম্বে তা বন্ধের দাবীতে এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপি প্রদান শেষে উপজেলা পরিষদ চত্বরে আহম্মেদুর রহমান বিপ্লব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল খান সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং ভুক্তভোগী রিকশাভ্যান শ্রমিকগণ। 


সংক্ষিপ্ত বক্তব্যে আহম্মেদুর রহমান বিপ্লব বলেন, এ টোল আদায় বন্ধের প্রতিবাদে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ ডেকেছিলাম। কিন্তু উক্ত সমাবেশকে ভুন্ডুল করতে অন্যায়ভাবে পাল্টা সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন ১৪৪ধারা জারি করেছে। তাই আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাকে টোল আদায় বিষয়ে আইনগতভাবে ব্যবস্থাগ্রহনের আশ্বাস প্রদান করেছেন।