গ্যাটকো মামলায় চার্জ গঠনের শুনানি পিছিয়েছে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯ ১৪:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়া অসুস্থ থাকায় গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের ওপর শুনানি পিছিয়ে আগামী ৩০ এপ্রিল ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার পুরান ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ দিন ধার্য করেন। পুরানো ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে এ মামলার শুনানি চলছে।

খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বুধবার তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।খবর সমকাল অনলাইন

শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন। এমতাবস্থায় আসামির অনুপস্থিতিতে চার্জ শুনানি করা আইন সম্মত হবে না।

এজন্য চার্জ শুনানি পিছিয়ে সময়ের আবেদন করেন আইনজীবীরা। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী নতুন দিন ধার্য করেন। এ সময় দুদকের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৩জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করেন।

মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দরপত্রের শর্ত ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডিলিংয়ের কাজ অনভিজ্ঞ ও অদক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে দেওয়া হয়েছে। এর ফলে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এ ছাড়া গ্যাটকোকে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে অবৈধভাবে আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সায়মন ২ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬ টাকার আর্থিক সুবিধা নিয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়। 

২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে ২৪ আসামির বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা চার্জশিট দাখিল করেন। মামলার ২৪ আসামির মধ্যে ছয়জন বিভিন্ন সময়ে মারা গেছেন।