স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ: মহিপুর থানার ওসিকে মামলা নিতে নির্দেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯ ১৫:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৮ বার।

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের একটি গ্রামে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ছয়জনের নামসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে। 

ওই গৃহবধূর স্বামী বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ অভিযাগ দায়ের করেন। বিচারক নিতাই চন্দ্র রায় অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে আদেশ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, গত ১৫ এপ্রিল রাতে পরিবারের সদস্যরাসহ গৃহবধূ ও তার স্বামী পার্শ্ববর্তী এলাকায় খালার বাড়ি রাতে দাওয়াত খেতে যান। খাওয়া শেষে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় একই এলাকার শাহ আলম, শাহিন, রবিউল, আল আমিন, আব্দুর রশিদ, শাকিলসহ ১০-১২ জন জোর করে ঘরে ঢুকে প্রথমে মামলার বাদীকে মারধর শুরু করে। পরে তাকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে। এ সময় পরিবারের অন্য সদস্যদেরও বেধড়ক মারধর করে তারা। পরে ধর্ষণের শিকার গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী পরিবারের আইনজীবী মিজানুর রহমান হিরন বলেন, বিচারক অভিযোগটি আমলে নিয়ে মহিপুর থানার ওসিকে তা মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন।

এ ব্যাপারে মহিপুর থানার ওসি সাইদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে, থানায় কেউ মামলা করতে আসেনি। আদালত থেকে কোনো আদেশ এখনও আসেনি। আদেশ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।