ধুনটে কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯ ০৮:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৫ বার।

বগুড়ার ধুনট উপজেলায় খরিপ- ১ মৌসুমের আউশ প্রনোদনা কর্মসূচীর আওতায় ১ হাজার ২০০ কৃষক বিনামূল্যে বীজ ও সার সহায়তা পেয়েছেন। ওই কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষককে ৭৬৫টাকা মূল্যের ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছে ৯ লাখ ১৮হাজার টাকা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে বীজ ও সার কৃষকদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই খোকন। 

এসময় ধুনট উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, পপি রানীসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, স্বল্প ব্যয়ে আউশ চাষ করে কৃষকের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এ অঞ্চলে কৃষক আউশ চাষ করে সফল হয়েছেন। আউশ চাষ বৃদ্ধি করতে প্রনোদনা কর্মসূচীর সহায়তার মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।