গ্রেফতার রাসেল ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে

বিএনপি নেতা শাহীন হত্যাঃ আরও একজন কবুল করলো

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২১ এপ্রিল ২০১৯ ১৬:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬৮ বার।

বগুড়ায় বিএনপি নেতা পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম শাহীন হত্যায় জড়িত থাকার কথা গ্রেফতার রাসেলও স্বীকার করেছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, রিমান্ডে থাকা রাসেল রোববার ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করেছে। 

বগুড়া সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহীন গত ১৪ এপ্রিল রাতে উপশহর বাজারে খুন হন। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বগুড়া মোটর মালিক গ্রুপের সা. সম্পাদক আমিনুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে ১৬ এপ্রিল মামলা করেন নিহত শাহীনের স্ত্রী শিল্পী। এজাহারে তিনি অভিযোগ করেন মোটর মালিক গ্রুপের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের কারণেই আমিনুল তার সহযোগীদের নিয়ে শাহীনকে পরিকল্পিতভাবে খুন করেছে। 

ওই মামলার পরদিন রাসেল ও পায়েল নামে দুজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে রাসেল এজাহারভুক্ত আসামী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তাদের গ্রেফতারের তথ্য দিয়ে বলেন, তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি বলেন, মোটর মালিক গ্রুপের দায়িত্বশীল এক নেতা শাহীন হত্যার পরিকল্পনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারের পর বৃহস্পতিবারই পায়েল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দেয়। আর রাসেলকে ৫ দিনের রিমাণ্ডে নেওয়া হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  আমবার হোসেন জানান, তদন্ত সঠিক পথেই এগুচ্ছে। পলাতক অপর আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।