নুসরাত হত্যার বিচারের দাবিতে বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯ ০৬:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০২ বার।

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ন ও হত্যার ঘটনায় বগুড়ায় মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখারবুধবার বেলা ১১ টায় বগুড়া শহরের সাতমাথায় ওই মানববন্ধনে বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি তৌফিক হাসান ময়না, বাংলাদেশ আওয়ামীলীগের বগুড়া জেলার যুগ্ম সাধারণ সম্পাদক  রাগেবুল হাসান রিপু, সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক কাউন্সিলর টিপু সুলতান, বগুড়া থিয়েটারের বজলুর রশীদ রাজা, আসাদ হোসেন, লুবনা জাহান, মতিহার রহমান, শ্যামল বিশ্বাস, নিভা রানী , বিশ্বজিত বসাক, আতিকুর রহমান মিঠু, জুয়েলুর রহমান, আজিজুর রহমান, এবিএম জিয়াউল হক বাবলা , এইচ আলিম এবং ওসমান গনী।

মানববন্ধনে বক্তারা বলেন, এই নির্মম ঘটনায় যারা জড়িত, তাদের অবশ্যই ফাঁসি দিতে হবে। বিশেষ করে সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়েছে অনেকাংশে। হরহামেশাই পত্রপত্রিকার পাতায় শিশু ধর্ষণের মতো ঘটনা বাড়তে দেখা যাচ্ছে। সঙ্গে বেড়েছে সামাজিক উদ্বেগ। সরকারকে এখন এর লাগাম টেনে ধরতে হবে। তা না হলে সামাজিক অবক্ষয় রোধ করা যাবে না।

বক্তারা দাবি করেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন হবে এবং এতে যারা জড়িত থাকবে, তাদের তাৎক্ষণিক অব্যাহতি দিয়ে দৃষ্টান্তমূলক বিচার দিতে হবে। তা না হলে এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। যে পুলিশ কর্মকর্তা নুসরাতের মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন, তাঁকেও বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।