বীরাঙ্গনা মায়েদের সঙ্গে বগুড়ার টিম ক্র্যাকড ফাউন্ডেশনের ঈদ উদযাপন

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ২৮ অগাস্ট ২০১৮ ১২:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪২৫ বার।

শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সোহাগপুরের বিধবাপল্লীতে বীরাঙ্গনা মায়েদের সঙ্গে ঈদ উদযাপন করেছে বগুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম ক্র্যাকড ফাউন্ডেশন’। গত ২৫ আগস্ট বেলা ৩টায় এই ব্যতিক্রমধর্মী ওই আয়োজন করা হয়। এতে সংগঠনের পক্ষ থেকে ২৫ বীরাঙ্গনা বিধবা নারীকে শাড়ি উপহার দেওয়া হয়। এছাড়া তাদের মাঝে চাল-ডাল ও কোরবাণীর মাংস বিতরণ করা হয়। অসহায় এসব নারীকে চিকিৎসা সহায়তাও দেওয়া হয়।

আয়োজকরা জানিয়েছে, ২৩ আগস্ট ঈদ উদযাপন হলেও ইসলাম ধর্মের বিধান অনুযায়ী যেহেতু  ঈদের আনুষ্ঠানিকতা ৩দিন পর্যন্ত থাকে; তাই ২৫ আগস্ট ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইদিন আয়োজনের শুরুতেই মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

প্রায় দু’ বছর আগে ২০১৬ সালে বগুড়ায় টিম ক্র্যাকড ফাউণ্ডেশনের যাত্রা শুরু হয়। মূলত অসহায় মানুষকে সহায়তা করাই স্বেচ্ছাসেবী এই সংগঠনের লক্ষ্য। প্রতিষ্ঠার পর একই বছর নাভেম্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‍উচ্ছেদ হওয়া সাঁওতাল পল্লীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হয়। সে সময় একে একে চার বার সহায়তা দেওয়া হয়। সেই থেকে এক ঝাঁক তরুণ বিভিন্ন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।

বীরঙ্গণাদের সঙ্গে ঈদ উদযাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধে শহীদের সন্তানেররাও উপস্থিত চিলেন। স্মৃতিচারণ অনুষ্ঠানে শহীদদের মুক্তিযুদ্ধে তাদের বাবাদের অবদানের কথা তুলে ধরেন। পরে সংগঠনের পক্ষ থেকে ২৫  বীরঙ্গনার হাতে শাড়িসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে অসুস্থদের মাঝে ব্যবস্থাপত্র দেখে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে টিম ক্র্যাকড ফাউন্ডেশনের পক্ষে অন্যান্যের মধ্যে পরিচালক আহসানুল কবির ডালিম, ড. রোকনুজ্জামান সোহাগ, প্রধান সমন্বয়ক পল্লব ঘোষ ও সহকারি পরিচালক রহমান বাবু উপস্থিত ছিলেন।