দাম্পত্য কলহের জের

বগুড়ার নন্দীগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯ ১১:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৭ বার।

বগুড়ার নন্দীগ্রামে দাম্পত্য কলহের জেরে এক রিকশাভ্যান চালক খোদেজা খাতুন (৪০) নামে তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পিংহাজারকি সানগোছা গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। স্ত্রী খুনের অভিযোগে পুলিশ নিহত খোদেজার স্বামী ইন্তেজার রহমানকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শহিদুল ইসলাম জানান, ইন্তেজার রহমান ও খোদেজা খাতুন তাদের ১০ বছরের এক কন্যাকে প্রতিদিনকার মত বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে পড়েন। রাত ১টার কিছু পরে ইন্তেজার চিৎকার দিলে আশ-পাশের লোকজন ছুটে যায়। তখন ইন্তেজার জানায়, জানালা খোলা থাকায় দুর্বৃত্তরা তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে বুকে জখম করেছে। পরে তার স্ত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে খোদেজা খাতুনের মৃত্যু হয়।
নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন জানান, নিহত খোদেজা খাতুনের স্বামী ইন্তেজার রহমানের কথায় সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। ওসি বলেন, ‘ইন্তেজার জানিয়েছে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সাথে প্রায়ই তার ঝগড়া হতো। এটা তার ভাল লাগতো না। এ কারণে সে তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে।’ ওই ঘটনায় নিহত খোদেজার ভাই সোহরাব হোসেন তার ভগ্নিপতির বিরুদ্ধে শুক্রবার নন্দীগ্রাম থানায় হত্যা মামলা করেছেন।