শ্রীলংকায় ভুল ছবিতে আলোচনায় আসা কে এই আমারা মজিদ?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯ ০৬:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪২ বার।

ইস্টার সানডের প্রার্থনার সময় হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের তালিকায় ভুলে যুক্তরাষ্ট্রের এক নারীর ছবি প্রকাশ করেছে শ্রীলংকার পুলিশ। পরে লংকান পুলিশ এ নিয়ে ক্ষমাও চেয়েছে। লেখক ও সমাজকর্মী ওই নারী শিক্ষার্থীর নাম আমারা মজিদ।

এর আগে দ্য ফরেইনার্স নামে তিনি একটি বই লিখেছেন। এতে ইসলাম নিয়ে মানুষের মাঝে চলমান ভ্রান্ত ধারনা নিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন।

শ্রীলঙ্কা পুলিশ বৃহস্পতিবার হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহভাজন ছয় ব্যক্তির ছবি ও নাম প্রকাশ করে। সেখানে নিজের ছবি দেখে ওই দিনই এক টুইটে আমারা বলেন, শ্রীলঙ্কা সরকার ভুলে আমাকে ইস্টার হামলাকারী আইএসআইএসর একজন বলে চিহ্নিত করেছে।

বিবিসি জানিয়েছে, সন্দেহভাজনদের তালিকায় আমারার ছবি দিয়ে তার নাম ফাতিমা খাদিজা বলা হয়। বাল্টিমোরে জন্ম নেয়া আমারার বাবা-মা শ্রীলঙ্কার নাগরিক।

বর্তমান রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোন করছেন আমারা মজিদ। সামাজিক অধিকার নিয়ে সক্রিয় থাকায় বিশ্বব্যাপী বিভিন্ন গণমাধ্যম ও সংগঠন তার তৎপরতার ভূয়সী প্রশংসা করেছে।

মার্কিন মুসলমানদের অধিকার আদায়ে বহু আগ থেকেই তিনি সরব রয়েছেন। হাইস্কুলে থাকাকালে তিনি হিজাব প্রকল্প চালু করেন। এতে নারীদের অন্তত একটি দিন হলেও হিজাব পরতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া বৈষম্যের বিরুদ্ধে নিজেদের অভিজ্ঞতার কথাও লিখতে বলা হয়েছে। শরণার্থীদের তাচ্ছিল্য করায় ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কাছে একটি খোলা চিঠি লিখেছেন তিনি।

তবে শ্রীলংকায় তার ছবি ভুলভাবে তুলে ধরা নিয়ে পোস্ট দিলে তাতে তিনি ব্যাপক সমর্থন পান। হাজার হাজার বার তার পোস্ট দেখা হয়েছে। আর শত শত মন্তব্য এসেছে।