ধুনটে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯ ১৭:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৫ বার।

বগুড়ার ধুনট উপজেলার ৫টি গ্রামে ৭৬৯টি সংযোগে আনুষ্ঠানিক ভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। উপজেলার কৈয়াগাড়ী, বানিয়াজান, হেউটনগর, শিমুলকান্দি ও ছোনপচা গ্রামে ২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১৪.৪৬কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়। এতে ৮৬১টি বিদ্যুৎ সংযোগের সুবিধা তৈরী হয়েছে। এরমধ্যে ৭৬৯টি সংযোগে শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে বিদ্যুৎ সরবাহের উদ্বোধন করা হয়।  

কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর দাখিল মাদ্রাসা মাঠে বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষ্যে এক সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান। পরে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গ্রামের ঘরে ঘরে শহরের নাগরিক সুযোগ সুবিধা পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন। যার প্রথম ধাপ হচ্ছে বিদ্যুৎ। তিনি বলেন, ধুনট উপজেলায় প্রায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। গ্রামে গ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করা হয়েছে।  

হেউটনগর দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল কুদ্দুস, সহ জেনারেল ম্যানেজার বিজয় কুমার কুন্ডু, বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আ.লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, কালেরপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি জুলফিকার আলী মাস্টার, সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, ওয়ার্ড আ.লীগের সভাপতি শাহাদৎ হোসেন, হেউটনগর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল ওহাব, কৃষক আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।