নিম্নচাপ রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে, এগোচ্ছে তামিলনাড়ুর দিকে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯ ১৭:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৮৮ বার।

ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। 'ফনি' নামের ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। খবর সমকাল অনলাইন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘূর্ণিঝড় 'ফনি' সর্বশেষ শনিবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৫৫ কিলোমিটার, কক্সবাজার থেকে এক হাজার ৯৩৫, মোংলা থেকে এক হাজার ৯২৫, পায়রা থেকে এক হাজার ৮৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় 'ফনি'র প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানোর পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলতে বলা হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ঘূর্ণিঝড় 'ফনি' উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও এটি বাংলাদেশের উপকূলের দিকে আসতে পারে। ঘূর্ণিঝড়টির গতিবিধি পর্যবেক্ষণ করে রোববার বিস্তারিত জানানো যাবে।

ভারতের আবহাওয়া অফিস শনিবার রাত সাড়ে ৮টায় পূর্বাভাসে জানায়, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'ফনি' তীব্রগতিতে এগিয়ে যাচ্ছে তামিলনাড়ুর উপকূলের উত্তরাংশের দিকে। আশঙ্কা করা হচ্ছে, ঘণ্টায় ১০০ কি.মি. বেগে এগিয়ে যাওয়া ঘূর্ণিঝড় 'ফনি' লণ্ডভণ্ড করে দিতে পারে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল।