ভারতে ব্যালটে প্রতীকের নিচে বিজেপি লেখা নিয়ে আপত্তি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯ ০৬:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৯ বার।

ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফা ভোট শুরুর আগে আবারও নির্বাচনী প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হলেন বিরোধী দলের নেতারা।

তাদের অভিযোগ, ইভিএমের ওপরে যে ব্যালট পেপার থাকে তাতে পদ্মফুল চিহ্নের সঙ্গে বিজেপি কথাটি লেখা আছে। খবর এনডিটিভির।

খুব সহজেই তা পড়া যাচ্ছে। একটি বিরোধী দল শনিবার দেশটির মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার সঙ্গে দেখা করেন।

তাদের দাবি, হয় বিজেপি কথাটি মুছে দেয়া হোক, না হয় সব দলের নাম এভাবে লিখে দেয়ার ব্যবস্থা করা হোক।

তবে নির্বাচন কমিশন বলছে- ব্যালট পেপার বদল করার আর কোনো সম্ভাবনা নেই। কমিশন আরও জানিয়েছে- ২০১৩ সালের মাঝামাঝি বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি অনুরোধ জানানো হয়।

বিজেপি থেকে বলা হয়, তাদের পদ্মফুল চিহ্নটি ইভিএমের ওপর অস্পষ্ট করে ছাপা হয়েছে। তাই সেটিকে আরেকটু স্পষ্ট করা হোক। তখনই পদ্মফুল চিহ্নটিকে স্পষ্ট করা হয় এবং পদ্মফুলের তলায় জলরাশির ছবিও অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে কংগ্রেস নেতা তথা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচিত সাংসদ অভিষেক মনুসিংভি বলেন, বিজেপির পদ্মফুল চিহ্নের পাশে দলের নাম স্পষ্ট পড়া যাচ্ছে। কোনো দলেরই এমন কিছু করার অধিকার নেই।

এ ব্যাপারে সবার আগে সরব হয় তৃণমূল। গত শুক্রবার তৃণমূল এ সংক্রান্ত অভিযোগ করে।