দুপচাঁচিয়ায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯ ১৩:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৪ বার।

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও গর্ভনেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া চাউলকল মালিক সমিতির কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রায়হানা ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব প্রমুখ। কর্মশালায় মুখ্য আলোচকের উপস্থাপনা করেন নাটোর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল হক। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সরকারি কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণির ৮০জন অংশগ্রহণ করেন।