রাজশাহীতে জেএমবির ২ সদস্য গ্রেফতার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০১৯ ১১:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৬ বার।

রাজশাহীর গোদাগাড়ীর উজানপাড়া গ্রাম থেকে জেএমবিতে সক্রিয় থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর একটি দল। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উজানপাড়া গ্রাম থেকে সাইফুল ইসলাম (৩০) ও কামাল হোসেনকে (৪৪) গ্রেফতার করা হয়। খবর যুগান্তর অনলাইন 

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় র‌্যাব-৫ এর কার্যালয়ে নেয়া হয়। পরে তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাবের দেয়া তথ্য মতে, মঙ্গলবার দিনগত রাতে র‌্যাবের একটি দল গোদাগাড়ীর উজানপাড়া গ্রামে গোপন বৈঠকের সময় তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সীমান্তবর্তী দিয়াড়মানিক চক সাতকুন্ডি গ্রামের এরশাদ মন্ডলের ছেলে কামাল হোসেন (৪৪) ও ডিএমসি গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০)।

তাদের কাছ থেকে কিছু জিহাদি বই, লিফলেট, নোটবুক ও কয়েকটি মোবাইল ফোন ও মোবাইলের মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।

বিকালে এই দুই জেএমবি সদস্যকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে নির্দিষ্ট অভিযোগে একটি মামলা করা হয়েছে।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃতরা গোদাগড়ী এলাকায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির সাংগঠনিক কর্মসূচি শুরু করার চেষ্টা করছিল।