উপকূলে ৭নং বিপদ সংকতে

ঘূর্ণিঝড় ‘ফণি’ এগিয়ে আসছে: শুক্রবার উপকূলে আঘাত হানতে পারে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০১৯ ০৫:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৪ বার।

বঙ্গোপসাগরে অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ফণি শুক্রবার বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।খবর সমকাল অনলাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল থেকে ফেণি খুলনা ও তৎসংলগ্ন জেলার পূর্বাঞ্চলের প্রভাব ফেলতে পারে। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে আঘাত হানতে পারে।

এ দিকে মংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।