বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৬ বার।

বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। এই উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় বগুড়া জেলা প্রশাসন এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে শহরের জেলা স্কুলের সামনে থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুলে এসে শেষ হয়। পরে সকাল ১১ টায় জেলা স্কুলের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকে কেন্দ্র করেই জন্মাষ্টমী উৎসব পালিত হয়। কৃষ্ণপক্ষের অষ্টমীতে জন্মাষ্টমী তিথি পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল যদু বংশে। এই জন্য তিনি যাদব বংশের অবতার। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে ( ৩২২৮ খ্রিস্ট পূর্বাব্দে) দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কংসের কারাগারে জন্ম নেন। শিষ্টের পালন ও দুষ্টের দমনে শ্রীকৃষ্ণ ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।


রোববার বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বগুড়ার জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, জেলা পুলিশের মিডিয়া বিভাগের প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, জেলার সদর থানার ওসি বদিউজ্জামান বগুড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ পাল এবং সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।