ছবি নিয়ে বিরোধঃ ধুনটে সহপাঠীকে ছুরিকাঘাত

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫০২ বার।

ক্যামেরায় তোলা ছবি মোবাইল  ফোনের ডিভাইসে স্থানান্তর করা নিয়ে বিতণ্ডার জেরে বগুড়ার ধুনটে সহপাঠীর ছুরিকাঘাতে ঈমান হাসান রবিন (১৪) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে।  আহত রবিন এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে উপজেলার মাঠপাড়া গ্রামের মাহিনুর রহমানের ছেলে।  

আহত ঈমান হাসান রবিন জানায়, তার সহপাঠী উপজেলা সদরের কলেজপাড়ার ওয়াহেদ আলীর ছেলে রাকিবুল ইসলাম। বন্ধুর ক্যামেরায় তোলা ছবি মোবাইল ফোনের ডিভাইসে স্থানান্তর করা নিয়ে কয়েক দিন আগে তার সঙ্গে রকিবুলের হাতাহাতি হয়।  সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সে শহীদ মিনার চত্বরে বন্ধুদের সঙ্গে বসে গল্প করার সময় রাকিবুল ও তার বন্ধুরা সেখানে গিয়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করে। এসময় অন্য সহপাঠীরা রবিনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার নুরুল ইসলাম জানান, রবিনের বাম হাতে ধারালো অস্ত্রের আঘাত কেটে গেছে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই ঘটনায় রবিনের বাবা মাহিনুর ইসলাম বাদী হয়ে ছেলের সহপাঠী রাকিবুল ইসলাম, টিএন্ডটি মোড় এলাকার সামিউল ইসলাম ও বেলকুচি গ্রামের রাসেল মাহমুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।