ফুলবাড়ি ফাঁড়ি পুলিশের উদ্যোগে

ভাড়াটিয়াদের তথ্য নিশ্চিত করতে সঃআঃহঃ কলেজে উঠান বৈঠক

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৮ মে ২০১৯ ১৫:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪৫ বার।

বগুড়ায় ফুটপাত দখল মুক্ত রাখতে ও ভাড়াটিয়াদের তথ্য নিশ্চিত করতে উঠান বৈঠক করেছে ফুলবাড়ি ফাঁড়ি পুলিশ। বুধবার বিকাল ৫ টায় সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের বটতলায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ওই উঠান বৈঠকের আয়োজন করা হয়। এসময় বগুড়ার স্থানীয় বাসিন্দাদের মাঝে ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ করা হয়। দত্তবাড়ি থেকে মাটিডালি বিমান মোড় এলাকার বাড়ির মালিকগণ, ভাড়াটিয়াসহ সাধারণ মানুষ এই বৈঠকে অংশ নেয়। 


ফাঁড়ি পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ভাড়াটিয়াদের সঠিক তথ্য নিশ্চিত করতে এবং ফুটপাত অবৈধভাবে দখল মুক্ত রাখতে জনসাধারণের মাঝে সচতনতা বৃদ্ধি করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।