জ্যান্ত অক্টোপাস খেতে গিয়ে নিজেই আক্রমণের শিকার তরুণী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০১৯ ০৭:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৪ বার।

চীন নাগরিকদের কাঁচা মাংস খাওয়ার বিষয়টি অনেকেই জানেন। দেশটির এক তরুণী ব্লগার অক্টোপাস খাওয়ার সময় সোশাল মিডিয়ায় লাইভ করছিলেন। খাবারের প্লেট থেকে জ্যান্ত অক্টোপাস খেতে গিয়ে নিজেই অক্টোপাসের মারাত্মক আক্রমণের শিকার হন।

জ্যান্ত অক্টোপাস খাওয়ার চেষ্টা করছিলেন ওই তরুণী। উল্টো সেটি খাদককে কামড়ে ধরে। সম্প্রতি এই ঘটনার ভিডিও ব্যাপক ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, ওই তরুণী ভয়ে আর যন্ত্রণায় আর্তনাদ করছেন। তার মুখ খামচে ধরা ওই সামুদ্রিক প্রাণিটির শুঁড়গুলোকে সরিয়ে ফেলতে আপ্রাণ চেষ্টা করছেন। অক্টোপাস শুঁড় দিয়ে ওই তরুণীর চোখের নিচের পাতা টেনে ধরেছে, তিনিও প্রাণপণে টেনে যাচ্ছেন সরাতে, চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম! অবশেষে প্রাণপণ চেষ্টার পর অক্টোপাসের কবল থেকে মুক্ত হন ওই নারী।

এই ব্লগার চীনের ফটো শেয়ার করার অ্যাপ্লিকেশন কুয়াশিউতে লাইভ স্ট্রিমিং করছিলেন।

এই ভয়ানক ঘটনাটির ফলে তার গালের উপর একটি ছোট ক্ষত তৈরি হয়েছে।

অক্টোপাস সাধারণত নিজেকে রক্ষা করার জন্য বা শিকার ধরার জন্য নিজের শুঁড় ব্যবহার করে।

অনলাইনে লাখ লাখ মানুষ তাদের মতামত জানিয়েছেন। অনেকেই অক্টোপাসকে জীবিত খাওয়ার চেষ্টা করার জন্য এই নারীর কড়া সমালোচনা ও নিন্দাও করেছেন।