বগুড়ার শেরপুর পুলিশের অভিযান

সিরাজগঞ্জের তাড়াশ থেকে সর্বহারা দলের তিন সদস্য গ্রেফতার

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০১৯ ১৪:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯২ বার।

বগুড়ার শেরপুর থানা পুলিশ পাশের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) তিন সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাতে তাড়াশের কাটাগাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে শেরপুর থানার পক্ষ থেকে ওই অভিযানের খবর প্রচার করা হয়।
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো: তাড়াশ উপজেলার বাড়িল বড়ইচড়া গ্রামের মৃত বাহেছ উদ্দীনের ছেলে রওশন আলী (৫৮), একই গ্রামের ভবেন্দ্র নাথের ছেলে চন্দন কুমার (৩৬) ও রবীন্দ্র নাথের ছেলে রাজ কুমার (৩৩)। পুলিশ জানায়, তারা প্রত্যেকেই সর্বহারা দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত ৮ এপ্রিল রাতে শেরপুরের ভবানীপুর বাজারে টহল পুলিশের ওপর গুলি বর্ষণের সঙ্গেও তারা জড়িত বলে পুুলিশ জানিয়ছে।
শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, গত ০৮ এপ্রিল উপজেলার ভবানীপুর বাজার এলাকায় সর্বহারা পার্টির পোস্টার লাগানোর সময় সর্বহারা দলের সদস্যরা টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে শেরপুর থানার এএসআই নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়। ওই ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে সর্বহারা পার্টির সক্রিয় সদস্য রওশন আলী, চন্দন কুমার ও রাজ কুমার ঘটনার পর থেকেই আত্মগোপনে গিয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিত্তে খবর পেয়ে বুধবার রাতে তাদের গ্রেফতার করে থানায় আনা হয়।  পরে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।