ডাব গাছ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০১৯ ০৬:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৬ বার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ডাব গাছ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত বরুণ বিশ্বাস (২০) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বরুণ বিশ্বাসের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

সনজিত বলেন, বরুণ বিশ্বাস গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। দুপুরে একবার ডাব গাছে উঠেছিল সে। সিনিয়ররা নিষেধ করলেও শুনেনি। রাতে আবারও উঠেছিল। তখন পড়ে গিয়ে মারা গেছে।

নিহতর সহপাঠী অপূর্ব রায় জানান, ডাব পাড়ার জন্য সে গাছে উঠে। হঠাৎ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সে মারা গেছে বলে ডাক্তার জানায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। আর যেন কোনো শিক্ষার্থী এমন দুর্ঘটনার শিকার না হয়, সেজন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

একইসঙ্গে কেউ যেন এভাবে গাছে না চড়ে সে আহ্বানও জানান।

এর আগে গত বছরের একই দিন ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের একটি গাছ থেকে পড়ে নিহত হন এক ছাত্র। 

আম পাড়তে গিয়ে পড়ে নিহত হওয়া শেখ ওমর তৌফিক বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।