মুক্তিযোদ্ধার কন্ঠে শিক্ষার্থীরা শুনলো মুক্তিযুদ্ধের গল্প

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৬৮ বার।

বুধবার দুপুর ১টা ৩০মিনিটে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে “মুক্তিযুদ্ধের গল্প শোন” কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া’র উদ্যোগে অনুষ্ঠানে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধার আবেগ তাড়িত কন্ঠে শোনে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা। অনুষ্ঠানে উপস্থিত দুজন মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। তারপর বিয়াম স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীতের মাধ্যমের অনুষ্ঠানের মূল পর্ব শুরু করা হয়। অনুষ্ঠানে বিয়াম স্কুলের সপ্তম এবং নবম শ্রেণীর ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমান। এরপর মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযুদ্ধের   ১১নং সেক্টরের ইউনিট কমান্ডার- মুক্তিযোদ্ধা এস এম রফিকুল ইসলাম লাল, এবং বগুড়া সদরের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা কামরুল হাসান মোজাম ।

দুজন মুক্তিযোদ্ধা তাঁদের গল্পে শোনান ১৯৭১এর বীরত্ব গাঁথার সঙ্গে মিশে থাকা আবেগ এবং জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা। বগুড়ায় বিভিন্ন অপারেশনের তথ্য তুলে ধরেন গল্প আকারে।  অপারেশনের মধ্যে ছিলো বিদ্যুৎ ব্যবস্থা বিকল করে  ট্রান্সমিটার ধ্বংস, রেল যোগাযোগ বিচ্ছিন্নে মাইন বিষ্ফোরণ, মাসুদ নগরের শহীদ মাসুদের সহযোদ্ধা হিসেবে অপারেশনের ঘটনা ইত্যাদি।

 সেই সঙ্গে কতোটা কষ্ট করে দেশ স্বাধীন করেছেন সে কথাও তাদের গল্পে উঠে এসেছে। সেইসঙ্গে ব্যক্ত করেছেন বঙ্গবন্ধুকে হারানোর গভীর বেদনা এবং কুচক্রি-হত্যাকারীদের প্রতি ক্ষোভ-ধিক্কারের কথাও। মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি আবেদন জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরে যথাযথ ভূমিকা পালনের। শিক্ষার্থীরা পিনপতন নীরবতায় মুক্তিযোদ্ধাদের কথা শোনে। এবং গল্প শেষে শিক্ষার্থীরা  কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। আয়োজকেরা দশ জন বিজয়ীদের হাতে মুক্তিযুদ্ধের বই তুলে দেন।

আয়োজকরা জানান- ধারাবাহিক এ অনুষ্ঠান পর্যায়ক্রমে বগুড়া জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। বিশেষভাবে উল্লেখ্য “মুক্তিযুদ্ধের গল্প শোন” অনুষ্ঠানে এ পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০০জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- বগুড়ার বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়ক এ টি এম রাশেদুল ইসলাম । অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় করেছে বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া।