শেরপুরে ধড়মোকামে নদীর ওপর আরসিসি ব্রীজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি হাবিব

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০১৯ ১২:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০১ বার।

বগুড়ার শেরপুর উপজেলার ধড়মোকাম হঠাৎপাড়া এলাকায় ‘তালেব ঘাট’ বাঁশের সাঁকো পরিদর্শন করে এখানে আরসিসি ব্রীজ নির্মাণের আশ্বাস দিলেন স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা  হাবিবর রহমান। শনিবার  দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁকোটি পরিদর্শনে এসে এই আশ্বাস দেন। এরআগে আর্থিক অনুদান দিয়ে স্থানীয় বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করান তিনি। পরিদর্শনকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, প্রাণী সম্পদ দফতরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ রায়হান, পিএস কোরবান আলী মিলন, আ.লীগ নেতা শামিম ইফতেখার, আবু তালেব আকন্দ, মনিরুজ্জামান জিন্নাহ, শামীম হোসেন, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আসাদুল ইসলাম, ফজলুল হক, সাবেক ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় এমপি হাবিবর রহমান বলেন, আগামিদিনে এখানে একটি আরসিসি ব্রীজ নির্মাণ করা হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া ১০০ ফুট এই বাঁশের সাঁকোটি নির্মাণের ফলে গোপালপুর, শেরুয়া বটতলা, ধড়মোকাম, দহপাড়া, গোপালপুর, ভদ্রপাড়া, খাগা, দড়িখাগা, ছাতিয়ানিসহ অন্তত বিশ গ্রামের গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে জানান এমপি হাবিবর রহমান।