ফেসবুকের ওপর নজর রাখবে যুক্তরাষ্ট্র, হচ্ছে ২০ বছরের চুক্তি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০১৯ ১৩:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৭ বার।

নিরাপত্তা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ বছরের দীর্ঘমেয়াদি একটি চুক্তি করতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

বিবিসি জানায়, গোপনীয়তা রক্ষার এ চুক্তিটি ২০ বছর ধরে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের সঙ্গে ২০১১ সালে করা আরেকটি চুক্তি লঙ্ঘন করে ফেসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে সেটি লঙ্ঘনের অভিযোগ ওঠে। নতুন এ চুক্তির ফলে সেটির সমাধান হবে বলে  আশা করা যাচ্ছে।

৩০০ থেকে ৫০০ কোটি ডলার জরিমানা দিতে হতে পারে এমন আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফেসবুক এ চুক্তি করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।  

তবে সোমবার পর্যন্ত দুইটি সূত্র থেকে জানা গেছে, এ সপ্তাহে এ ধরনের কোনো চুক্তি হচ্ছে না। আরেকটি সূত্র জানিয়েছে, ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে চুক্তিটির ঘোষণা আসতে আরও এক মাস সময় লাগতে পারে।

এ চুক্তির ফলে ফেসবুকের গোপনীয়তা নীতির ওপর আরও বেশি পর্যবেক্ষণ করা সম্ভব হবে, সেই সঙ্গে এটির বোর্ড অব ডিরেক্টরদের ওপরেও। এ ছাড়া থার্ড পার্টি অ্যাপ ডেভেলপারদের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে।