র‌্যাবের অভিযান

নওগাঁয় ১৫৫পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেফতার

আত্রাই উপজেলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০১৯ ০৬:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩১ বার।

নওগাঁর আত্রাইয়ে ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলো- আত্রাই উপজেলার ভর তেতুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ও একই উপজেলার মহাদিঘী গ্রামের আবুল কাশেমের ছেলে রফিকুল ইসলাম (৩৯)। র‌্যাবের দাবি ওই দুই ব্যক্তি মাদক ব্যবসায়ী।  শুক্রবার সকালে তাদেরকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসানের নেতৃত্বে  বৃহস্পতিবার সন্ধ্যায় আত্রাই উপজেলার অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক ও রফিকুল ইসলামকে (৩৯) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা, দু’টি মোবাইল ফোন, চারটি সিম, একটি মেমোরি কার্ড, মাদক বিক্রির ৬০০ টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আত্রাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, গ্রেফতার দুই আসামীকে শুক্রবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।