বগুড়ায় বিএনপি নেতারা বললেন, খালেদার মুক্তির জন্য তারা যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫১ বার।

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিচারিক আদালত কারাগারে স্থাপনের প্রতিবাদে শনিবার বগুড়ায় দলটির নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দুপুরে শহরের নওয়াববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, কারাগারে আদালত স্থাপনের মাধ্যমে সংবিধান লংঘন করা হয়েছে। এই বিচার পুরোপুরি সংবিধান পরিপন্থী। তাই এই সরকারের বিরুদ্ধে জিয়ার সৈনিকদের লড়াই সংগ্রাম করা অপরিহার্য। নেতৃবৃন্দ পুলিশকে গণগ্রেফতার বন্ধের আহবান জানিয়ে বলেন, বিএনপি নেতা-কর্মীরা যাতে আন্দোলনে নামতে না পারে সেজন্য প্রত্যেকটি থানায় মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে। কিন্তু এসব করেও আন্দোলন ঠেকানো যাবে না।

সমাবেশ থেকে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহবান জানিয়ে বলা  হয়, কোন দলের টাকায় আপনাদের বেতন হয় না। বরং জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন-ভাতা হয়। কাজেই নিরপেক্ষতা বজায় রাখুন।


বক্তারা নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। যখনই ডাক আসবে তখনই ঝাঁপিয়ে পড়তে হবে।


সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাবেক সংসদ হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। জেলা বিএনপি’র দুই যুগ্ম সম্পাদক এম আর ইসলাম স্বাধীন, ও অ্যাডভোকেট নাজমুল হুদা পপনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সাংবদ অ্যাডভোকেট এ কে এম হাফিজুর রহমান, মোস্তফা আলী মুকুল, মোহাম্মদ শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, ফজলুল বারী বেলাল, আহসানুল তৈয়ব জাকির, মাহবুবুর রহমান বকুল, মতিউর রহমান মতি, অ্যাডভোকেট আব্দুর রাফী পান্না, তাহাউদ্দীন নাইম, কে.এম খায়রুল বাশার, সহিদুন্নবী সালাম, পরিমল চন্দ্র, মেহেদী হাসান হিমু, সাইদুজ্জামান শাকিল, খাদেমুল ইসলাম খাদেম, ফারুকুল ইসাম ফারুক, আমিরুল ইসলাম, আব্দুল গফুর দ্বারা, আলী হায়দার তোতা, আব্দুল ওয়াদুদ, শাহবুল আলম পিপলু, রাফিউল ইসলাম রুবেল, আবু হাসান, নুরে আলম সিদ্দীকি রিগান, মাজেদুর রহমান জুয়েল, শফিকুল ইসলাম শফিক, এস.এম রফিকুল ইসলাম, মাহবুব হাসান লিমন, আলহাজ্ব আকরাম হোসেন মন্ডল, আব্দুল মোমিন, সেলিম রেজা সানু, আলীমুর রাজি তরুন, সুরাইয়া জেরিন রনি, লিটন শেখ বাঘা, জহুরুল ইসলাম পলাশ, জব্বার টুকু, ফিরোজ হাসান সিদ্দিক লিটু, নাজমা আক্তার, হাসান মারুফ শিমুল, হাবিবা মজিদ বিউটি, সাইমুম ইসলাম, জাহিদুল ইসলাম, সাজ্জাদ পিন্টু, করিম মিষ্টার, জুম্মুন শেখ, মোস্তাফা হানিফ সোহাগ, বুলবুল, গোলাম রাজু সালেহ রহিম বিপ্লব, আওয়াল ও  সারোয়ার হোসেন।