উদ্বোধন করলেন সাংসদ হাবিবার রহমান

শেরপুরে ৩১ আগষ্ট পর্যন্ত ৬৩৫ মেট্রিক টন ধান কেনা হবে

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০১৯ ১১:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৮ বার।

বগুড়ার শেরপুুরে সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে। গত শক্রবার ধান ক্রয়ের উদ্বোধন করতে গিয়ে স্থানীয় সাংসদ হাবিবর রহমান বলেছেন, কৃষকদের ন্যায্য মূল্য দিতেই এই কর্মসূচী নেয়া হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা জানিয়ে তিনি বলেন, খাদ্য গুদামে ধান বিক্রি করতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
খাদ্য বিভাগ জানিয়েছে, এবার শেরপুরে কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৬৩৫ মেট্রিক টন ধান কেনা হবে। বোরো সংগ্রহ কর্মসূচীর অধীনে ধান কেনা চলবে ৩১ আগষ্ট পর্যন্ত। একই সময়ে ৩৬ টাকা কেজি দরে ১৪ হাজার ৫৯২ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ২ হাজার ২৫৭ মেট্রিক টন আতপ চালও কেনা হবে। 
শেরপুর উপজেলায় ধুনট মোড়ে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন-উর-রশিদ, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাংবাদিক মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা সেমি অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ ও উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।