ইরান ‘আতংকে’ বিমান চলাচলে যুক্তরাষ্ট্রের সতর্কতা!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০১৯ ১৩:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৫ বার।

ইরানের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতে উপসাগরীয় অঞ্চলে বিমান চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসে একটি সতর্কবার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান প্রশাসন।

এ কারনে এ পদক্ষেপ নেয়া হয়েছে যাতে ইরানের সঙ্গে সামরিক ও রাজনৈতিক উত্তেজনার পটভূমিতে নিজস্ব বিমান চলাচলে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে অবহিত করা যায়। খবর আনাদলুর।

ওই সতর্কবার্তায় উপসাগরীয় এলাকার ওপর দিয়ে চলাচল করার সময় যুক্তরাষ্ট্রের বিমানগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

বলা হয়, উপসাগরীয় অঞ্চলে চলাচল করা যাত্রীবাহী বিমানগুলো সামরিক পদক্ষেপ এবং ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা কারণে ভুল লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

১৯৮৮ সালে উপসাগরীয় অঞ্চলে ইরানের এয়ারবাস এ-৩০০ দুর্ঘনাটির কথা ওই সতর্কবার্তায় উল্লেখ করা হয়। ওই দুর্ঘটনায় ৬৬টি শিশুসহ ২৯০ জন মানুষ নিহত হয়েছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা বেড়ে চলেছে। গত সপ্তাহে ইরাক থেকে কম গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের ফিরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।

ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালসহ আন্তর্জাতিকভাবে দেশটিকে একঘরে করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের ওপর কোনো আক্রমণচেষ্টা করলে কঠোর জবাবের হুশিয়ারি দিয়েছে ইরান।