খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বগুড়ায় বিএনপির মানববন্ধন

পুণ্ড্রকথা রিপোর্ট:
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৫ বার।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ওই দলটির নেতা-কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মানববন্ধন চলাকালে নেতৃবৃন্দ কারা অভ্যন্তরে আদালত স্থাপনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান। বিএনপি বগুড়া জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন, যে টাকা তিনি ছুঁয়ে দেখেননি তার পরেও তাকে সাজা দেওয়া হয়েছে। আবারও বিনা ভোটে নির্বাচন করার জন্য তাকে আটকে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও খালেদা জিয়াকে তার ইচ্ছা অনুযায়ী হাসপাতালে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না বরং কারাগারে আদালত বসিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই। এজন্য সবাইকে প্রস্তুত হতে হবে।
মানববব্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বিএনপি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও ফজলুল বারী তালুকদার বেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।