নারী মাদক বিক্রেতা আটক

বগুড়ায় খাবার রাখার মিটসেফ থেকে ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ মে ২০১৯ ০৭:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৯২ বার।

বগুড়ায় অভিনব কায়দায় খাবার রাখার মিটসেফ ও টেলিভিশন রাখার টেবিলে বক্স বানিয়ে লুকিয়ে রাখা মাদক সহ অঞ্জনা বেগম (৪১) নামে  এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফুলবাড়ি ফাঁড়ি পুলিশ শহরের আটাপাড়া ঈদগাহ মাঠের উত্তরের গলি সংলগ্ন তিনতলা ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ তাকে  আটক করা হয়। আটক অঞ্জনা বেগম শহরের ছোট কুমিড়া পশ্চিম পাড়ার রবিউল ইসলামের স্ত্রী।

ফাঁড়ি পুলিশের এ,এস,আই নূরে আলম জানান, একজন খুচরা মাদকসেবীর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযান চালানো হয়।  প্রায় পুরো বাড়ি খুঁজে কিছু না পেয়ে আমার হতাশ হয়ে যাই। অভিযানের প্রায় শেষের দিকে আমার তার অভিনব কায়দায় খাবার রাখার মিটসেফ ও টেলিভিশন রাখার টেবিলে বক্সে লুকিয়ে রাখা মাদক উদ্ধারে সক্ষম হয় ।


ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম পুণ্ড্রকথাকে জানান, আটক অঞ্জনা ও তার স্বামী দুজনে মাদক ক্রয়-বিক্র‍য়ের সাথে জড়িত।  তবে অভিযানের সময় তার স্বামী না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি৷ তবে অতি দ্রুত সময়ে তাকেও আমরা আটক করবো। আটতকৃত অঞ্জনার নামে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।