বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎ স্পর্শে  গৃহবধু নিহত: শ্বশুর আহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ মে ২০১৯ ১৪:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬০ বার।

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎ স্পর্শে সেলিনা খাতুন (৩৬) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। ওই গৃহবধুকে বাঁচাতে গিয়ে বিরোজ আলী নামে তার শ্বশুর আহত হয়েছে। সোমবার ইফতারের আগ মুহুর্তে  উপজেলার কালিকাপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
আহত বিরোজ আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গৃহবধু কালিকাপুর গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী। ওই দম্পতির ৪ কন্যা সন্তান রয়েছে।
প্রতিবেশী শুকুর আলী জানান, কালিকাপুর গ্রামের ওই বাড়িটি টিনের তৈরি। বিদ্যুতের মুল সরবরাহ লাইনের একটি তার কোনভাবে ওই বাড়ির টিনের ওপর ঝুলে পড়ে। এতে বাড়িটি বিদ্যুতায়িত হয়ে যায়। ইফতারের মাত্র ১০ মিনিট আগে ঝুলে পড়া সেই তার সরাতে গিয়ে সেলিনা খাতুন বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে শ্বশুর বিরোজ আলী আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন কুমার দেবনাথ জানান, বিদ্যুৎ স্পর্শে সেলিনা খাতুন ঘটনাস্থলেই মারা যান। তবে তার শ্বশুরকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, ‘আহত বিরোজ আলীকে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন অনেকটাই ভাল।’ কিভাবে বাড়িটি বিদ্যুতায়িত হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না। তবে আমাদের ধারণা শর্ট সার্কিট থেকে বাড়িটি বিদ্যুতায়িত হতে পারে। যেহেতু বিকেলে বৃষ্টি হয়েছে সে কারণে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা প্রবল।’