বগুড়ায় ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৫২ বার।

বগুড়ায় ফুটপাত থেকে দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পরিবেশ দূষণ এবং ফুটপাত ব্যবহারের  অপরাধে শহরের সাতমাথা ও কাঁঠালতলায় বিভিন্ন দোকানে জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল। প্রায় পাঁচ ঘন্টা ধরে ওই অভিযান চালানো হয়।

সন্ধ্যায় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিনের (এপিবিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই অভিযানের কথা জানানো হয়। তাতে বলা হয় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে এপিবিএন সহযোগিতা করেছে। এ সময় বগুড়া পৌরসভার সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরাও  উপস্থিত ছিলেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন অমান্য করায় আদালত ফুটপাত ব্যবহারের দায়ে অভিযুক্ত দোকান মালিকদের  দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হলোঃ শেরপুর দই ঘর , হোটেল ক্যাফে কস্তুরী, রফাত দই ঘর,  দই ঘর, মহরম আলী দই ঘর, হোটেল সান এন্ড সি, ময়না হোটেল এবং দুই ফল দোকানি মাসুম (২২) ও রিপন (৩৪)।