এমপি মাশরাফির কাছ থেকে উৎসাহিত হয়েছি: নড়াইলের ডিসি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০১৯ ১৩:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৫ বার।

নড়াইলে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনতোষ কুমার মজুমদার, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, সাংবাদিক আবদুস সাত্তার প্রমুখ। খবর যুগান্তর অনলাইন 

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘এমপি মাশরাফি বিন মর্তুজা আমাদের অভিবাবক। আমাকে ফোন করে তিনি বলেছেন কৃষক যাতে হয়রানির স্বীকর না হয় সেই জন্য সরাসরি কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে উৎসায়িত হয়েছি যে, তিনি আমাদের পাশে আছেন। এজন্য ধান সংগ্রহ করতে সহজ হবে। নড়াইল সদর, লোহাগড়া, নলদী, কালিয়া ও বড়দিয়ায় সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করা হবে।’

জেলা প্রশাসক আরও বলেন,‘কৃষকদের উৎসায়িত করার জন্য আমি নিজে সদরের মাইজপাড়া বাজারে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করতে যাব। এ বছর নড়াইল জেলা থেকে ১ হাজার ৪৫৯ মেট্রিক টন ধান সংগ্রহ বা ক্রয় করা হবে।’