যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করল ইরান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০১৯ ০৭:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৪ বার।

চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর খবর নাকচ করে দিয়েছে ইরান।

রোববার ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্বাস আরাকচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাওয়ির সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে আরাকচি বলেন, ইরান মধ্যপ্রাচ্যে কোনো রকমের উত্তেজনা সৃষ্টি করতে চায় না। আমরা পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে উপসাগরীয় অঞ্চলের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী।

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে জানিয়ে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।

বৈঠকে ওমানের মন্ত্রী মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কথা উল্লেখ করে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা নাকচ করলেও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনার বিষয়কে স্বাগত জানিয়েছে ইরান।

এক টুইটবার্তায় আরাকচি জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় উপসাগরীয় দেশগুলোর মধ্যে যে কোনো ধরনের আলোচনার আহ্বানকে ইরান স্বাগত জানায়।

শুরু থেকেই ইরান-মার্কিন উত্তেজনা কমাতে ওমান চেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়েক দিন আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাওয়ি এক টুইটে জানিয়েছেন, এখানে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে গোটা বিশ্ব এবং উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্র ও ইরানও হামলার ঝুঁকির বিষয়ে অবগত।

এর আগে গত সোমবার তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরান- দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে ওমান।

১৯৮০ সালের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটলে তাতেও মধ্যস্থতার ভূমিকা রেখেছিল ওমান।