মোদির শপথে যাচ্ছেন রাষ্ট্রপতি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০১৯ ১৪:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করার কথা ছিল। পরে এতে পরিবর্তন আনা হয়েছে। তবে মোজাম্মেল হক বাংলাদেশের প্রতিনিধিদলে থাকছেন।

যদিও রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন, মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

তিনি আরও জানান, এবার স্পিকারের পূর্বনির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারবেন না। ফলে এবার কেবিনেটের সিনিয়র মন্ত্রী হিসেবে মোজাম্মেল হক যাচ্ছেন মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে।