শপথের সকালে মোদির গান্ধী স্মরণ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০১৯ ০৭:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

বিভেদের রাজনীতি ভুলে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথের দিন শুরু করলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় টানা দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ দিন সকাল ৭টায় তিনি চলে যান রাজঘাটে। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে প্রণাম করেন।

তারপর চলে যান যান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির সমাধিতে। সেখান থেকে যান ইন্ডিয়া গেটের কাছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে।

৮ হাজারেরও বেশি অতিথি এবার মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারতের রাষ্ট্রপতি ভবনের ইতিহাসে এটি হতে যাচ্ছে সব চেয়ে বড় অনুষ্ঠান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শপথের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিমস্টেকের নেতারা ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে কিরগিজস্তানের প্রেসিডেন্ট এবং মরিশাসের প্রধানমন্ত্রীকে। বাদ দেওয়া হয়েছে পাকিস্তানকে।

তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় না গেলেও মূল কংগ্রেসের শীর্ষ নেতারা শপথ অনুষ্ঠানে থাকবেন। রাহুল গান্ধীর সঙ্গে অনুষ্ঠানে যাবেন সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংহ।