গুলিবিদ্ধ ২জনসহ ছয়জন গ্রেফতার: অস্ত্র ও গুলি উদ্ধার

বগুড়ায় ডিবি পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘গোলাগুলি’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ মে ২০১৯ ০৯:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

বগুড়ার শিবগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ডাকাত দলের ’গুলিবিনিময়ের’ ঘটনা ঘটেছে। এতে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। ওই দু’জনসহ মোট ৬ ডাকাতকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শিবগঞ্জের আমতলী ব্রিজের পূর্ব পাশে ’গোলাগুলি’র ওই ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 
গুলিবিদ্ধ অবস্থায় যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে তারা হলো- বগুড়ার কাহালু উপজেলার পশ্চিম ভুগইল গ্রামের মৃত আবির উদ্দিনের ছেলে রমজান (৪৫) ও শিবগঞ্জের আব্দুল বাহাপুর সাদুল্যাপুরের আমজাদ হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮)। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য আরও যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলো- কাহালুর পশ্চিম ভুগইল গ্রামের মৃত আবির উদ্দিনের ছেলে করিম (৩৭), সামছু মিয়ার ছেলে মুক্তার হোসেন (২২), সদর উপজেলার নামুজা পাল্লাপাড়ার শাজাহান আলীর ছেলে ইউসুফ আলী (৩২) ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ফালিয়া গ্রামের মোকছেদুর রহমানের ছেলে রায়হান কবির (২৫)। গ্রেফতার ওই ৬জনের কাছ থেকে একটি ওয়ান শ্যূটার গান, দুই রাউন্ড রাবার বুলেট, দুটি হাসুয়া, ২টি গ্রিল কাটার যন্ত্র এবং হাতুড়ি, নাইলনের দড়ি ও স্কচটেপ উদ্ধার করা হয়েছে।
বগুড়ায় ডিবি’র ওসি আছলাম আলী জানিয়েছেন, ডাকাত দলের সদস্যরা শিবগঞ্জের আমতলী এলাকায় বগুড়া-জয়পুরহাট সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দা তথ্যে খবর পেয়ে তারা বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটে আমতলী ব্রিজের পূর্ব পাশে পৌঁছা মাত্রই ডাকাত দলের সদস্যরা ডিবির সদস্যদের লক্ষ্য করে এলোপাথারী গুলিবর্ষণ শুরু করে। তখন সরকারি সম্পদ ও জানমাল রক্ষার্থে ডিবি সদস্যরাও শর্টগান থেকে পাল্টা গুলি বর্ষণ শুরু করে। গোলাগুলিতে ডাকাত দলের দুই সদস্য আহত হয়।
ওসি আছলাম আলী জানান, ডিবির সদস্যরা মোট ১২ রাউন্ড গুলি ছুঁড়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলায় খুন এবং ডাকাতির একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতের ’গোলাগুলি’র ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।