বগুড়ায় ট্রেনে কাটা পড়ে  অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ জুন ২০১৯ ০৬:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৬ বার।

বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কাহালু উপজেলা সদরের ডিগ্রী কলেজের সামনে ওই ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করলেও নিহতের পরিচয় জানতে পারেনি। তার বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে বলে পুলিশের ধারণা। 
পুলিশের ধারণা, অজ্ঞাতনামা ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে পড়ে নিহত হতে পারেন। ময়না তদন্তের জন্য তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর কায়কোবাদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেন শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কাহালু ডিগ্রী কলেজ এলাকা অতিক্রমের সময় ওই ব্যক্তি কাটা পড়েন এবং সঙ্গে সঙ্গে নিহত হন। তার শরীরের উপরের অংশে মাথা এবং নিচের দিকে দুই হাঁটু বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া ডান হাতের কনুইও বিচ্ছিন্ন হয়ে গেছে। কিভাবে ওই ঘটনা ঘটলো-এমন প্রশ্নের জবাবে রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর কায়কোবাদ বলেন, ‘ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে কাটা পড়েছেন।’ তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে চেষ্টা চলছে। ওই ঘটনায় বোনারপাড়া রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।