বগুড়ার দুপচাঁচিয়ায় শ্রমজীবী কিশোর খুন

দুপচাঁচিয়া উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০১৯ ১১:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৩৭ বার।

বগুড়া জেলার দুপচাঁচিয়ায় নাঈম হোসেন (১৮) নামে শ্রমজীবী এক কিশোর খুন হয়েছে। শনিবার সকালে পাশের গ্রামে একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাইম দুপচাঁচিয়া উপজেলা তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। 
পুলিশ জানায়, নাইম ঢাকায় একটি কারখানার চাকরি করতো। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কারা কি কারণে ওই হত্যাকা- ঘটিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নাঈম ঢাকার একটি টাইলস্ কারখনায় লেবার হিসেবে কর্মরত। তার বাবাও ঢাকায় একটি বাড়ির কেয়াটেকারের কাজ করে। ঈদের ছুটিতে নাঈম গত বৃহস্পতিবার বাড়ি আসে। শুক্রবার ইফতারের পর মোবাইল ফোনে ফ্লেক্সি নেওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। পরে একটি দোকান থেকে সে ফ্লেক্সিও নেয়। কিন্তু রাত ১০টা পর্যন্ত বাড়ি ফিরে না যওয়ায় তার মা নাঈমকে খুঁজতে শুরু করে। তখন প্রতিবেশীরা তার মাকে এই বলে শান্তনা দেন যে, নাঈম অনেকদিন পর ছুটিতে এসেছে বলে হয়তো বন্ধুদের সঙ্গে কোথাও বসে গল্প করছে। এক সময় ঠিকই বাড়িতে ফিরবে। পরে তার মা বাড়িতে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়েন।
শনিবার ভোরে নাঈমের মা লোকমুখে খবর পান যে, পাশের গ্রাম সিংড়াগাড়িতে একটি পুকুরপাড়ে তার ছেলের লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে তিনি নাঈমের লাশ সনাক্ত করেন। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, গলায় আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে নাঈমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি জানা যায়নি। তবে চেষ্টা চলছে। তিনি বলেন, ‘নাঈমের বাবা ওমর আলীও ঢাকায় থাকেন। তিনি এলে মামলা দায়ের করা হবে।’