কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা প্রশাসক চাঁদ দেখেছেন

চাঁদ দেখা গেছে: বুধবারই ঈদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জুন ২০১৯ ১৭:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৭ বার।

দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে ধর্ম প্রতিমন্ত্রী  অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্ দ্বিতীয় দফা চাঁদ দেখা সংক্রান্ত সংশোধনী ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। ফলে বুধবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। তিনি জানান, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা প্রশাসক চাঁদ দেখেছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা কর্তৃপক্ষও চাঁদ দেখার কথা জানিয়েছেন। সব মিলিয়ে দেশের ১১টি স্থানে চাঁদ দেখা  যাওয়ার খবর পাওয়া গেছে। ইসলামী শরীয়ত মতে এসব তথ্য যাচাই-বাছাই শেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই বুধবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

এর আগে মঙ্গলবার রাত পৌণে ৯টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্ জানিয়েছিলেন দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। প্রায় দুই ঘন্টা পর একই স্থানে অনুষ্ঠিত দ্বিতীয় দফা ব্রিফিংয়ে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্ জানান, রাত ১০টার পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর আসতে থাকে। তার পর পরই দ্বিতীয় দফা ব্রিফিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।