বগুড়ার শেরপুর বাস উল্টে চালক নিহতঃআহত ২৩

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০১৯ ০৭:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৯ বার।

বগুড়ার শেরপুরে দুটি বাসের সংঘর্ষে চালক নিহত ও ২৩ যাত্রী আহত হয়েছে। নিহতের নাম শহিদুল ইসলাম (৫০)। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মহিপুরে ওই দূর্ঘটনা ঘটে। নিহত শহিদুল করতোয়া গেটলক সার্ভিসের চালক। সে শেরপুরের সাপুরা রণবীরবালা গ্রামের মহির উদ্দিনের ছেলে। 

হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর কাজল নন্দী জানান, করতোয়া গেটলক সার্ভিসের বাসটি শেরপুর থেকে বগুড়া যাচ্ছিল। আর অপু পরিবহন নামে অপর বাসটি রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। ওই বাসটি দুপুর ১২টার দিকে মহিপুর এলাকায় পৌঁছার পর তার সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারানোর ফলে করতোয়া গেটলকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন বাস দুটি উল্টে খাদে পড়ে যায়। পরে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ 

কাজল নন্দী বলেন, হাসপাতালে নেওয়ার পর দুপুর ১ টার দিকে চালক শহিদুলের মৃত্যু হয়।