শিল্প কলকারখানা ও সিএনজি বন্ধের সুফল

বগুড়ায় সরবরাহ বন্ধ থাকলেও পাইপ লাইনে থাকা গ্যাসে দিনভর চুলা জ্বলবে

স্টাফ রিরেপার্টার
প্রকাশ: ১৪ জুন ২০১৯ ০৬:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২৯ বার।

পাইপ লাইনে গ্যাস সরবরাহ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় বন্ধ হলেও বগুড়ায় আবাসিক গ্রাহকদের কোন সমস্যা হচ্ছে না। তারা আগের মতই তাদের চুলায় গ্যাস পাচ্ছেন। ফলে রান্নার কাজগুলো স্বাভাবাকিভাবেই করতে পারছেন। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) স্থানীয় কর্মকর্তারা বলছেন, সরবরাহ বন্ধ হলেও পাইপ লাইনে যে গ্যাস রয়েছে সেটির কারণেই আবাসিক গ্রাহকদের কোন সমস্যা হচ্ছে না।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপড়ে সয়দাবাদে ভাল্ব স্টেশনে ৩০ ইঞ্চি ব্যাসের সরবরাহ লাইনে টাই-ইনসহ অন্যান্য কারিগরি কার্যক্রম সম্পাদনের জন্য পিজিসিলের পক্ষ থেকে ১৩ জুন বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি স্থানীয় গণমাধ্যমেও প্রকাশ করা হয়।

পিজিসিএলের বগুড়া অঞ্চলের  উপ-ব্যবস্থাপক প্রকৌশলী অনুপ কুমার পুণ্ড্রকথাকে জানান, যদি ব্যতিক্রম কিছু না ঘটে তাহলে প্রায় ২০ হাজার আবাসিক গ্রাহক সরবরাহ বন্ধকালীন পুরোটা সময় অর্থাৎ শুক্রবার রাত ১২টা পর্যন্ত গ্যাসের স্বাভাবিক সরবরাহ পেতে পারেন। কারণ হিসেবে তিনি বলেন,গ্যাস সরবরাহ বন্ধ থাকা অবস্থায় আবাসিক গ্রাহকদের যাতে কোন সমস্যা না হয় সেজন্য বৃহস্পতিবার মধ্যরাত থেকে সব ধরনের শিল্প কলকারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিশেষভাবে মনিটরিংয়ের মাধ্যমে সেগুলো বন্ধ রাখা হয়েছে। ওগুলো খোলা থাকলে আবাসিক গ্রাহকরা হযতো গ্যাস পেতেন না।