ইয়াবা বাণিজ্যের দায়ে কারাগারে এসআই

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০১৯ ১৪:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ সিদ্দিকুর রহমান নামে পুলিশের এক এসআইকে গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার র্যাব ও কাউন্টারে টেররিজসম ইউনিটের অভিযানে হাতেনাতে গ্রেফতারের পর শনিবার তাকে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে টিএসআই সিদ্দিকুর রহমানকে ১০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব ও সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা। খবর যুগান্তর অনলাইন।

পরে সিদ্দিকুরের বিরুদ্ধে কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই সঞ্জয় গুহ বাদি হয়ে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

শনিবার এই মামলায় সিদ্দিকুরকে আদালতে হাজির করার পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

র্যাব-৭ এর উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বলেন, এসআই সিদ্দিকুর রহমানকে গ্রেফতারের পর তার সিন্ডিকেটের আরও কিছু পুলিশ সদস্য জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।