বাংলা বইমেলার উদ্বোধন নিউইয়র্কে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০১৯ ০৯:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬ বার।

 

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে চার দিনব্যাপী ২৮তম নিউইয়র্ক বাংলা বইমেলা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় কবিতা, সংলাপ, স্বাগত ভাষণ, ঢোলের বাদ্য আর সঙ্গীতায়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রথম পর্ব সূচিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসাসহ বরেণ্য অতিথিরা। খবর সমকাল।

 

এরপর মঙ্গল শোভাযাত্রাসহ পিএস ৬৯-এ এসে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও প্রথম আলোর সহযোগী সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক।

 

রোববার দ্বিতীয় দিন স্থানীয় সময় সকাল ১০টায় মেলার মূল মঞ্চে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ছিল সাহিত্য আড্ডা। এর পর মূল মঞ্চে একে একে লেখকের মুখোমুখি, নতুন বই, প্রকাশকদের মুখোমুখি, স্বরচিত কবিতাপাঠ, শিশুদের আবৃত্তি, সাহিত্য ও স্যাটায়ার, রবীন্দ্রনাথের বৃক্ষ ভাবনা, সাহিত্য ও তথ্যমাধ্যম, বঙ্গবন্ধু ও বাংলা সাহিত্য, মূলধারার বাঙালি লেখক- ইত্যাদি পর্বে লেখক, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মুখোমুখি এবং আমন্ত্রিত লেখকদের সঙ্গে পরিচয় পর্ব। এতে অংশ নেন সেলিনা হোসেন, আনিসুল হক, আমীরুল ইসলাম, কণা বসু মিশ্র, বিমল গুহ, সৈয়দ আল ফারুক, নাজমুন্নেসা পিয়ারী, মোকারম হোসেন, বদরুন নাহার, হোসাইন কবীর ও তানভির তারেক। সঞ্চালনায় ছিলেন রোকেয়া হায়দার। 

 

সন্ধ্যায় মেলার মূল মঞ্চে বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য কথাসাহিত্যিক দিলারা হাশেমকে মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার এবং সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়ালেদ চৌধুরী, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে সম্মাননা জানানো হয়। এ সময় তাদের হাতে সম্মাননাপত্র ও পুরস্কারের অর্থমূল্য তুলে দেওয়া হয়।

 

দিলারা হাশেমের গলায় উত্তরীয় পরিয়ে দেন আরেক কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ক্রেস্ট তুলে দেন বইমেলার আহ্বায়ক নজরুল ইসলাম। আর পুরস্কারের অর্থ আড়াই হাজার ডলারের চেক তুলে দেন গোলাম ফারুক ভূঁইয়া। তার আর্থিক সহযোগিতাতেই এ পুরস্কারের প্রচলন হয়।

 

দিলারা হাশেম চার দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দীর্ঘ দিন কাজ করেছেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে। তবে তার মূল পরিচয় বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যিক।

 

এবারের মেলায় প্রথমা, বেঙ্গল, নালন্দা, কথাপ্রকাশ, অনন্যা, ঘুঙুর, ইত্যাদি, অঙ্কুর, অন্বয়সহ ১৫টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে।